আবুল হাসান ফায়েজ ঃ ঢাকা-সিলেট মহাসড়কে শাহজিবাজার মাজার গেইট এলাকায় স্টার সিরামিক্স কোম্পানির সামনে মানববন্ধন করেছেন এলাকাবাসী সহ বেশ কয়েকটি সামাজিক সংগঠন। ঢাকা-সিলেট মহাসড়কে পাশে অবৈধ পার্কিং এর কারনে প্রতি নিয়তো গঠছে র্দুঘটনা প্রাণ হারাচ্ছে অসংখ্য সারাধণ মানুষ। মাজারগেইট এলাকায় অবৈধভাবে পার্কিং করে আসছে আর.এ.কে.স্টার সিরামিক কোম্পানির মাটি বোঝাই ট্রাক। এতে র্দুঘটনার প্রবলে পরতেছেন পথচারীরা। রাস্তার দুই পাশে গাড়ি পার্কিং এর ফলে পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে মেইন রাস্তা দিয়ে চলাচল করতে হয়। ২০১৪ সালে ঐ স্থানে মহা- সড়কে পার্কিং এর কারণে এম্বুলেন্স র্দুঘটনায় প্রাণ হারান এক জন গর্ভবতী মহিলা সহ আহত হন আরো পাঁচ জন এবং ২০১৬ সালে একই স্থানে রাস্তার পাশ দিয়ে হাঠার সময় ট্রাক চাপায় নিহত হন আরো এক জন পথচারী। বিগত কয়েক মাস আগে মাজার গেইটের ব্যবসায়ী রিয়াজ মিয়া সহ ৩ জন নিহত হয়। রোববার বিকাল ৪ টায় শাহজালাল হোটেলের সামনে সবাই জড়ো হয় এবং মহাসড়ক এর দু পাশ কালি রাখার জন্য মানববন্ধন করেছেন ইয়্যূথ সোস্যাল অর্গানাইজেশন, দুর্গম সোস্যাল অর্গানাইজেশন, সহ বিভিন্ন সংগঠন ও এলাকাবাসী। মানববন্ধন এ উপস্থিত হয়ে বক্তাব রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ মাধবপুর শাখার সভাপতি,আনু মোহাম্মদ সুমন ও ডা: মো: কামরোজ্জামান তালুকদার সজল। দূর্গম সোস্যাল অর্গানাইজেশন এর কেন্দ্রীয় সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান। ইয়্যুথ সোস্যাল অর্গানাইজেশন এর সভাপতি গাজীউর রহমান আব্বাস ও এর সদ্যস বৃন্দ। কালিকা পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক হাবিবুর রহমান হাবিব স্যার। কালিকা পুর যুব সমাজ। জাহির মিয়া,সুহাগ,সাইমন,ইব্রাহিম,শাহ নুর ফখরুদ্দীন, বাদন, আলমগির,উজ্জ্ল,সুমন. সাদিন,জাবেল ,সাব্বির প্রমুখ ও বিভিন্ন সংঘটনের সদ্যস বৃন্দরা। বক্তিতায় আনু মোহাম্মদ সুমন বলেন আগামী ২৪ ঘন্টার ভিতর রাস্তার দু পাশ কালি রাখতে। পরে যানতে চায় এলাকাবাসী এখানে পার্কিং করার অনুমতি দিয়েছে কে। এ বিষয়ে কথা বলার জন্য কোম্পানিতে গেলে কোম্পানির জি এম কে পাওয়া যায় নি। সরকারি বন্ধ থাকার কারনে। কোম্পানির অন্য এক কর্মকর্তা আ’স সাহস দেন আগামী সাপ্তাহের মধ্যই রাস্তার দু পাশ কালি করে জন সাধারণকে সুন্দর ভাবে চলার সুযোগ করে দিবেন বলে ৭ দিনের সময় দেওয়া হয়।
Leave a Reply