শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ জেলা বিএনপির সভায় জি কে গউছ ॥ পূজায় মন্দির পাহারা দিবে বিএনপি ও অঙ্গন সংগঠনের নেতাকর্মীরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি সৈয়দ সায়েম শায়েস্তাগঞ্জে লাফ দিয়ে নামতে গিয়ে ট্রেনের নীচে পরে যুবক দ্বি-খন্ডিত শহরে রিপন শীল হত্যা মামলায় সাবেক মেয়র সেলিম শ্যোন এরেস্ট মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই নারী আটক বানিয়াচঙ্গের সিএনজি চালক মাসুকের লাশ বাহুবলে উদ্ধার বাহুবলে পুলিশ কর্মকর্তার গাড়ী ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ॥ অল্পের জন্য রক্ষা পেলেন ডিআইজি আতিকা ও চালক আরও এক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী চুনারুঘাটে ভিজিডি ও টিসিবির ৫৭ বস্তা চাউল জব্দ ॥ আটক ২ হবিগঞ্জ সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা ১০ গুণ

হবিগঞ্জের আটটি উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১১ মার্চ, ২০১৯
  • ৭২২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জের ৮টি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ৪টি, বিদ্রোহী ২টি ও স্বতন্ত্র প্রার্থী ২ জন নির্বাচতি হয়েছে। গতকাল রাতে উপজেলা রিটার্নিং অফিসার কর্তৃক ঘোষিত ফলাফলে এসব তথ্য জানা গেছে।
হবিগঞ্জ সদর উপজেলা ঃ
হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম (আনারস) ৩৫ হাজার ২৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আহমদুল হক (ঘোড়া) পেয়েছেন ২৮ হাজার ৪০ ভোট। আওয়ামীলীগ প্রার্থী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম (নৌকা) পেয়েছেন ২০ হাজার ৬৫৫ ভোট।
নবীগঞ্জ উপজেলা ঃ-
নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ফজলুল হক চৌধুরী সেলিম (ঘোড়া) ৪৭ হাজার ২৩০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলমগীর চৌধুরী (নৌকা) পেয়েছেন ২৬ হাজার ১১৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী গাজী খালেদা সারোয়ার দোয়াত কলম) পেয়েছেন ৬ হাজার ২৬৮ ভোট, আব্দুল হাই (কাপ পিরিচ) পেয়েছেন ২ হাজার ৬২ ভোট, ইসলামী ঐক্যজোট প্রার্থী আবু সালেহ (মিনার) পেয়েছেন ৫৩৪ ভোট, জাতীয় পার্টি হায়দর মিয়া (লাঙল) পেয়েছেন ২৫৭ ভোট।
লাখাই উপজেলা ঃ-
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ ৩০ হাজার ৬২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহফুজুল আলম মাহফুজ (মোটর সাইকেল) পেয়েছেন ২৪ হাজার ৩৯৮ ভোট, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিক আহমেদ (আনারস) ৫ হাজার ২৮ ভোট।
চুনারুঘাট উপজেলা ঃ-
আওয়ামীলীগ মনোনীত সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর (নৌকা) ৩৭ হাজার ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু তাহের (আনারস) পেয়েছেন ৩৫ হাজার ৪৭০ ভোট, উপজেলা বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান (ঘোড়া) ৩০ হাজার ২১২ ভোট,,খেলাফত মজলিশ প্রার্থী মোঃ আব্দুল করিম (মোটর সাইকেল) ৯১০ ভোট, মোঃ আজিজুর রহমান (মিনার) ১০২ ভোট।
বানিয়াচং উপজেলা ঃ-
আওয়ামীলীগ মনোনীত বর্তমান ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ৫৯ হাজার ৮৮৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান (আনারস) ৪৩ হাজার ৪৭২ ভোট, জেলা বিএনপির সহ সভাপতি এডঃ মনজুর উদ্দিন আহমেদ শাহীন (ঘোড়া) পেয়েছেন ১ হাজার ২৮৮ ভোট।
আজমিরীগঞ্জ উপজেলা ঃ-
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মর্তুজা হাসান (নৌকা) ২২ হাজার ৮৯৯ ভোট, বর্তমান উপজেলা চেয়ারম্যান আলাউদ্দিন (আনারস) ২০ হাজার ৫৬২ ভোট। খালেদুর রহমান ঝলক ১ হাজার ৫৯ ভোট।
বাহুবল উপজেলা ঃ-
আম আদমী পার্টি নেতা সৈয়দ খলিলুর রহমান (ঘোড়া) ২৩ হাজার ৪৮৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মোঃ আব্দুল হাই (নৌকা) পেয়েছেন ১৭ হাজার ৬০৬ ভোট।
মাধবপুর উপজেলা ঃ-
জেলা বিএনপির সহসভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান এসএফএএম শাহজাহান (ঘোড়া) ৫৬ হাজার ৭৫৫ ভোট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান আতিক পেয়েছেন ২৩ হাজার ৪৯১ ভোট, এহতেশাম উল বার চৌধুরী লিপু (আনারস) ২৬ হাজার ৮৬৯ ভোট পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com