স্টাফ রিপোর্টার॥ হবিগঞ্জের মাধবপুরে সেনাবাহিনী ও পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা ও এসআই নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর পল্লীবিদ্যুৎ অফিসের কাছে ভাঙারি দোকানে অভিযান চালিয়ে পঞ্চাশ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। আসামিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রসুলপুর গ্রামের রসিদের পুত্র মোস্তফা মিয়া (৩০), মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের জোয়ালভাঙ্গা গ্রামের মৃত গিয়াসউদ্দিনের পুত্র বোরহান উদ্দিন (২০) ও বাহার উদ্দিন (২৫)।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা সত্যতা নিশ্চিত করে জানান ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
Leave a Reply