স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (২৫জুন) সকালে মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মোঃ শাহ আলম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার নোয়াপাড়া গ্রামের আব্দুল হাসিমের ছেলে। অভিযানে তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা, ৬০০ গ্রাম গাঁজা এবং ১ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা নগদ অর্থ জব্দ করা হয়। অভিযান শেষে আটক শাহ আলমকে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই রবিউল্লাহর কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে প্রেরণ করা হয় মাধবপুর থানায়।
Leave a Reply