স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে জমকালো আয়োজনে যাত্রা শুরু করেছে দেশের অন্যতম সুপার শপ ব্র্যান্ড “স্বপ্ন সুপার শপ”। এক ছাদের নিচ থেকে বাজারের প্রয়োজনীয় সকল ধরণের পণ্য দিচ্ছে এ প্রতিষ্ঠানটি। বাহুবল বাসীর দীর্ঘদিনের আশা-আকাঙ্খা প্রত্যাশা পূরন হয়েছে বলে জানান ক্রেতারা। কারণ- কর্মব্যস্ত মানুষের সংখ্যা বাড়ছে। সময় নষ্ট করার মতো কারও হাতে নেই। ফলে প্রতিদিন বাজার করার ব্যাপারটাও কমে আসছে। এ বাজার সে বাজারে ঘুরে চাল, ডাল, সবজি বা মাছ কেনার সময় কোথায়! এক ছাদের নিচে আরামে সব কেনাকাটা করা যায়। বাজারের ব্যাগ বা চালের বস্তা টানার ঝামেলা নেই। মাছের গা টিপে দেখারও খুব একটা দরকার পড়ে না। তাই স্বপ্ন সুপার শপের মতো প্রতিষ্ঠান হওয়ায় উপকৃত হচ্ছেন বলে জানান ক্রেতারা। ভালো সুযোগ সুবিধা দেওয়ার প্রত্যয় নিয়ে এ প্রতিষ্ঠানটি চালু হওয়ায় আনন্দিত বাহুবলের মানুষ। উদ্বোধনের আগ থেকেই শুরু হয় ক্রেতাদের উপচেপড়া ভিড়। বাহিরের দোকানগুলো থেকে প্রায় অর্ধ মুল্য ছাড় দিচ্ছে এ প্রতিষ্ঠানটি। এমনি কী, একটি পণ্য কিনলে একটি ফ্রী পাওয়া যাচ্ছে। এছাড়া হোম ডেলিভারির মাধ্যমে পণ্য কিনার সুযোগ সুবিধাও রয়েছে। স্বপ্ন সুপার শপে ক্রয় করতে আসা পংকজ কান্তি গোপ টিটু নামে এক স্কুল শিক্ষক বলেন, বাহুবলবাসীর দীর্ঘদিনের একটা প্রত্যাশার জায়গা ছিল, স্বপ্ন সুপার শপের মতো একটা প্রতিষ্ঠান হওয়া। এটা হওয়ায় খুবই আনন্দিত হলাম। কারণ, একটি দোকান থেকেই পাচ্ছি সকল ধরণের পণ্য। ফলে বাজারের এক দোকান থেকে আরেক দোকানে যেতে হচ্ছে না। অনেক সময় দেখা গেছে, বাহুবলে অনেক ধরণের পণ্য না পেলে জেলা শহরসহ বিভিন্ন শহরে যেতে হচ্ছে। যা এখন থেকে আর তা হচ্ছে না। এছাড়া এখানে কম দামে মিলছে ভালো পণ্য। সবকিছু মিলে বাহুবলবাসীর জন্য স্বপ্ন সুপার শপ প্রতিষ্ঠানই ভালো মনে করছি। ওই প্রতিষ্ঠানের উদ্যোক্তা আনোয়ার পারভেজ জনি বলেন, বাহুবলের মানুষের সুবিধার জন্য এ প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে। বাহুবলবাসীর সহযোগিতা পেলে এরকম আরো ভালো কিছু করতে চাই।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দুপুরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
Leave a Reply