স্থানীয় প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে কে বিয়েতে সহযোগিতা করার জন্য মেয়ের বাবা কে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মল্লিকা রানি দে মেয়ের বাবা কে ১ বছরের কারাদন্ড ও ৪০ হাজার টাকা জরিমানার রায় প্রদান করেন। অপ্রাপ্ত বয়স্ক ছেলে ও মেয়ে কে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার বুল্লা ইউনিয়নের রামেশ্বর গ্রামের ফারুক মিয়ার মেয়ে মমতাজ আক্তার (১৫) এর সঙ্গে একই গ্রামের আরাধন সরকারের ছেলে বিশ্ব সরকার(১৬) কে গত ১০ ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়িয়া নোটারি পাবলিকের কার্য্যালয়ে বিবাহে সহযোগিতা করেন মমতাজ আক্তারের পিতা ফরুক মিয়া। অপ্রাপ্ত বয়স্ক ছেলে ও মেয়ে কে বিবাহে সহযোগিতা করার কারনে উপজেলা নিবার্হী কর্মকর্তা মল্লিকা রানি দে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেয়ের পিতা ফারুক মিয়া কে এক বছরের জেল ও ৪০ হাজার টাকা জরিমনা করেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মল্লিকা রানি দে ভ্রাম্যমান আদালতের সত্যতা নিশ্চিত করে বলেন অপ্রাপ্ত বয়স্ক ছেলে ও মেয়ে কে বিবাহে মেয়ের পিতা ফরুক মিয়া সহযোগিতা করায় এ রায় প্রদান করা হয়েছে। ছেলে ও মেয়ে কে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
Leave a Reply