নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের বাহুবলে ইট তৈরিতে কারচুরি করার অভিযোগে ৪ ইটভাটার মালিককে ১ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে জেলার বাহুবল উপজেলার মিরপুরের মেসার্স রবিন ব্রিকসকে ৫০ হাজার, মেসার্স সাগর ব্রিকসকে ২০ হাজার, মেসার্স ইন্তাজ ব্রিকসকে ৩৫ হাজার, মেসার্স একতা ব্রিকসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ তথ্য নিশ্চিত করে সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, এর আগে ইটভাটার মালিকদের সাথে একাধিকবার সভা করে ইটের পরিমাপ ঠিক করার জন্য বলা হলেও ঠিক করছিলেন না ইটভাটা মালিকপক্ষ। এর প্রেক্ষিতে অভিযান পরিচালনা করতে গিয়ে ইটভাটায় পরিমাপে কারচুপির প্রমাণ মেলে। বিএসটিআই’র স্ট্যান্ডার্ড অনুযায়ী ইটের দৈর্ঘ্য ২৪ সেন্টিমিটার প্রস্থ ১১.৫ উচ্চতা ৭ সেন্টিমিটার থাকার কথা থাকলেও তা না মেনে ইট উৎপাদন করছে ইটভাটা মালিকরা। অভিযানে সহযোগিতা করেছেন বাহুবল থানা পুলিশ এবং হবিগঞ্জ আনসার ব্যাটালিয়নের একটি টিম।
Leave a Reply