সোমবার, ১৫ এপ্রিল ২০২৪, ০৭:১১ পূর্বাহ্ন

মাধবপুরে ফসলের মাঠ থেকে সেচযন্ত্র চুরির হিড়িক

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২০৬ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ-হবিগঞ্জের মাধবপুরে ফসলের মাঠ থেকে বৈদ্যুতিক স্যালু মেশিন ( সেচ যন্ত্র) চুরির হিড়িক পড়েছে। প্রতি বছর বোরো ইরি মৌসুমে বৃষ্টি না হওয়ায় কৃষকরা সেচ যন্ত্রের সাহায্যে জমিতে পর্যাপ্ত পানি দিয়ে থাকে। চলতি মৌসুমে হঠাৎ করে সেচ যন্ত্র চুরির ঘটনা বেড়ে যাওয়ায় কৃষকরা বিপাকে পড়েছে। জানা যায়, উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের লোহাইদ গ্রামের হান্নান মিয়া ও শাহজাহানপুর গ্রামের রানা মিয়া’র সেচ যন্ত্র ফসলের মাঠ থেকে চুরি হয়ে যায়। এর আগে ১৮ ই মার্চ একই ইউনিয়নের জামালপুর গ্রামের নিপু মোল্লা’র, ১৫ই মার্চ ভান্ডারুয়া গ্রামের জামির মিয়ার ও ১২ই ফেব্রুয়ারী মুসলিম মিয়ার সেচ যন্ত্র রাতের আঁধারে চুরি হয়ে গেছে। এছাড়া একই ইউনিয়নের সুরমা গ্রামের তাপস দেব,ফজল মিয়া, নাজিরপুর গ্রামের কাদির মিয়া,সুরমা চা বাগানের বাবু মিয়া, ভান্ডারুয়া গ্রামের শাহাবুদ্দিন মিয়ার সেচ যন্ত্র গ্রামের মাঠ থেকে চুরির খবর পাওয়া গেছে। কৃষকরা জানান, এ সময়ে জমিতে সেচ দিতে না পারলে ধানের সঠিক উৎপাদন ব্যাহত হবে। সার্বিক উৎপাদনে ঘাটতি হবে। তাই দ্রুত এই সেচ যন্ত্র চুর চক্রকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। স্থানীয় ইউ/পি সদস্য মো: মান্নান মিয়া জানান, সেচ যন্ত্র চুরির বিষয়টি কয়েকজন কৃষক আমাকে জানিয়েছে। আমি তাদেরকে বিষয়টি চেয়ারম্যান কে ব্যবস্থা গ্রহন করতে বলেছি। শাহজাহানপুর ইউ/পি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী জানান, আমার নিকট এখনো কেউ এই বিষয়ে অভিযোগ করেনি। এখন আমি অবগত হলাম। আগামী আইনশৃঙ্খলা মিটিংয়ে আমি এবিষয়ে আলোচনা করবো।
এ-বিষয়ে মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো:গোলাম কিবরিয়া হাসান জানান, সেচ যন্ত্র চুরির বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেনি। আমরা লিখিত অভিযোগ পেলে তদন্ত করে সঠিক ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com