শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন

মাধবপুরে ইউএসএ ফাউন্ডেশন ইনে’র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ১৫১ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ ইউএসএ ফাউন্ডেশন ইন এর উদ্যোগে হবিগঞ্জের মাধবপুরে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বার্ষিক বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার (১৬ মার্চ) সকাল ১১ টায় উপজেলা মিলনায়তন (সচ্ছতা) মাধবপুর উপজেলার আমেরিকায় বসবাসরত প্রবাসী ইউএসএ ফাউন্ডেশন ইন এর উদ্যোগে ২৪ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বার্ষিক বৃত্তি প্রদান করা হয়। মিজানুর রহমান সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র হাবিবুর রহমান মানিক,আয়োজক গোলাম কিবরিয়া চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা মোঃআশরাফ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন,প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা ধীজেন আচার্য্য,,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, শ্রীধাম দাশ গুপ্ত, চেয়ারম্যান মাহবুবর রহমান সোহাগ, সাবেক চেয়ারম্যান আপন মিয়া, , পৌর আওয়ামীগ সভাপতি শাহ সেলিম,সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, অধ্যক্ষ মোলানা আসাদ আলী ডিগ্রি কলেজ আমির হোসেন, প্রভাষক আব্বাস উদ্দিন উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান ,হবিগঞ্জ নাগরিক কমিটির যুগ্ন সম্পাদক আমজাদ হোসেন চৌধুরী, সাংবাদিক শংকর পাল, আলাউদ্দিন রনি, আইয়ুব খান, মোহাম্মদ অলিদ মিয়া, শিক্ষার্থী সুমা আক্তার ।বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ,রাজনৈতিক নেতা, সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ইউ,এন ও শেখ মঈনুল ইসলাম মঈন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ৫হাজার টাকা করে বৃত্তি বিতরণ করেন। সংগঠনের সভাপতি জাকির হোসেন চৌধুরী অসিম বলেন, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের যেকোন প্রয়োজনে ইউএসএ ফাউন্ডেশন ইন কে অবগত করতে অনুরোধ করার জন্য। তিনি আরও বলেন যাদের পরিচিত আত্মীয় স্বজনদের মাঝে গরীব মেধাবী শিক্ষার্থী অর্থের জন্য মাস্টার ডিগ্রি না করতে পারলে আমাদের ফাউন্ডেশন এর সাথে যোগাযোগ করবেন। মাধবপুরের মানুষের জন্য আমরা সাধ্যমতে কিছু করার চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com