নুর উদ্দিন সুমন : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গিলানী চাÑ বাগানে পাওয়া অজ্ঞাতনামা লাশের পরিচয় পাওয়া গেছে। তার নাম তাজুল ইসলাম(১৪) । সে চুনারুঘাট পৌরসভার ৮নং ওয়ার্ডের মো: আলফু মিয়ার ছেলে। সে পেশায় ব্যাটারী চালিত টমটম চালক। গত ২৫ জুন বিকেল সাড়ে ৫টায় গিলানী চা-বাগানের অভ্যান্তরে গলায় রশি পেছানো মৃত অবস্থায় লাশটি পড়ে থাকে। স্থানীয়রা চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে চুনারুঘাট থানার ওসি মো: আলী আশরাফ লাশটি উদ্ধার করেন। পরে এসআই আব্দুল মোতালেব সুরতহাল করে লাশটি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে প্রেরণ করেন। ২৬ জুন শনিবার দুপুরে লাশের পরিচয় পাওয়া গেলে পুলিশ লাশটি স্বজনদের কাছে হস্থান্তর করেন। খবর পেয়ে মাধববপুর সার্কেল এএসপি মহসিন আল মুরাদ ঘটনারস্থল পরিদর্শন করেন। তিনি জানান, টমটম চালক তাজুল ইসলামকে কে বা কাহারা তাকে হত্যা করেছে তা তদন্ত চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এ হত্যাকান্ডের মোটিভ বের করতে সক্ষব হবো। উল্লেখ্য ইতিপুর্বে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান সহ বিভিন্ন চাÑবাগানে অজ্ঞাত দুবৃত্তরা খুন করে লাশ ফেলে চলে যায়। এ পর্যন্ত বিভিন্ন সময়ে পুলিশ প্রশাসন অনেকগুলি লাশ উদ্ধার করেন। খুনিরা বাগানগুলোতে খুনের নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করে আসছে।
Leave a Reply