নিজস্ব প্রতিনিধি : জেলার চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের রতনপুর এলাকায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মা’ মেয়েসহ৩ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪ টায় এ ঘটনাটি ঘটেছে। এতে একই পরিবারের মা মেয়সহ তিন জন আহত হন । গুরুতর আহতদের উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন: রতনপুর এলাকার মৃত তাউছ মিয়ার স্ত্রী রেখা আক্তার(৪০), তার কলেজ পড়ুয়া মেয়ে জনি আক্তার(১৭) ও স্কুল পড়ুয়া মেয়ে জেবী(১৫)। তাদের অবস্থার অবনতি ঘটলে রাত ১০ টায় কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন। আহত সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে আব্দুল গনি গংদের সাথে পারিবারিক বিরোধ চলে আসছে। ঘটনার সময় গনি মিয়া ছেলে মস্তফা রেখা বেগমের সীমানার বেড়া ভেঙ্গে ফেলে, এনিয়ে মস্তফার সাথে রেখার বেগমের বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে মস্তফার নেতৃত্বে আব্দুল গনি, জাবেদ মিয়া সহ ৫/৬ জনের একদল লোক দেশীয় অস্রসহ নিয়ে হামলা করে তাণ্ডবলীলা চালায়। এতে একই পরিবারের ৩ জন আহত হন। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি মো: আলী আশরাফ জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply