নুর উদ্দিন সুমন : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের পরামর্শ ক্রমে হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মহীন দুঃস্থ অসহায় মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে পহেলা মে দুপুরে শায়েস্তাগঞ্জ মহিলা আওয়ামীলীগ আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জমিলা বেগমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলেয়া জাহিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শিরিন রহমান তালুকদার, মাহমুদা জাহান এনি লস্কর, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, জেলা পরিষদ সদস্য ছালেহা আক্তার সহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে অসহায় দুইশতাধিক লোকজনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন অতিথিরা।
Leave a Reply