মোঃ মাসুদ আলম: জেলার চুনারুঘাট উপজেলায় পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান এনডিসি বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) সেলুট এর মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জানা যায়,চুনারুঘাট উপজেলায় চতুর্থ ধাপে অনুষ্ঠিত পৌরসভায় নির্বাচিত প্রতিনিধিগণ পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী আজ স্ব শরীরে উপস্থিত থেকে শপথ গ্রহণ করেন। তারা হলেন নবনির্বাচিত মেয়র সাইফুল আলম রুবেল,সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাশকুরা আক্তার পাবনা, ফেরদৌস বকুল, শাহেনা বেগম ও কাউন্সিলর শামীম লস্কর, আবদুল হান্নান,মারুফ আহমেদ চৌধুরী, অসিম কুমার দেব,আরজু মিয়া,মর্তুজ আলী সর্দার, জালাল মিয়া তালুকদার, আব্দুল হামিদ,ফরিদ মিয়া তালুকদার।
উল্লেখ্য এ সময়ে প্রশাসনিক ও প্রতিনিধিগণের শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply