আজিজুল হক সানু: বাহুবল-নবীগনজ আসনের এমপি শাহনেওয়াজ মোহাম্মদ মিলাদ গাজী বলেন, খেলাধুলার মাধ্যমে মানুষের বিকাশ ঘটায় এবং মাদক মুক্ত পরিবেশে গড়ে উঠে। তিনি গতকাল রাতে বাহুবলের উত্তরভবানী সূর্য তারা স্পোটিং ক্লাব কর্তৃক আয়োজিত দেওয়ান ফরিদ গাজী স্মৃতি মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে একথা বলেন। জেলা তাঁতীলীগের সভাপতি ও পুটিজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুদ্দত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিলেট রাবার বাগান জোনের ডিসি ওলিউর রহমান,বক্তব্য রাখেন- রুপাইছড়া রাবার বাগানের ব্যবস্থাপক শ্যমল কান্তি দেব,মুক্তিযোদ্ধা ইসহাক মিয়া,কাজী জাহাঙ্গীর আলম ফারুকী,শেখ আব্দুল্লাহ, মমিন তালুকদার, মোশাররফ হোসেন, নুর মিয়া,কবির মিয়া,পারুল মিয়া,লুৎফুর রহমান হেলালী,আব্দাল মিয়া,আঃ মান্নান,শফিক মিয়া,বাচ্চু মিয়া,আঃ শহিদ। পরিচালনায় ছিলেন,হাফেজ আবু ছালেহ।
Leave a Reply