নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল খাস থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৭নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই মো: কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ চিমটিবিল এলাকায় অভিযান চালিয়ে সেলিম মিয়া (২৮) কে গ্রেফতার করেন । সেলিম আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল এলাকার হুসেন আলীর ছেলে। চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম জানান, ২০১১ সালে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মাদক মামলার ৬ মাসের সাজা দিয়েছে আদালত। এর পর থেকে সেলিম দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিল।
Leave a Reply