নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের দায়ে কয়েটি খনন যন্ত্র পুড়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করে নষ্ট করে দেয়া হয়েছে বালু তোলার পাইপ ও সরঞ্জামাদি। সোমবার (৪ ফেব্রয়ারী) দুপুরে উপজেলার গাজিপুর ইউনিয়নের মুড়ি ছড়া ও ইছালিয়া ছড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল এই অভিযান চালান। এসময় সুজাত ভূইয়ার মালিকাধীন অবৈধ বালু তোলার খনন যন্ত্র জব্দ করে ৭টি মেশিন পুড়িয়ে দেয়া হয় ও বালু তোলার পাইপ ও সরঞ্জামাদি নষ্ট করা হয়। তবে এ সময় বালু তোলার সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি। এ অভিযানে আদালতকে সহযোগিতা করেন ভূমি অফিসের সার্ভেয়ার মনির হোসেন, চুনারুঘাট থানার এসআই অলক বড়–য়াসহ একদল পুলিশ। ইদানিং অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে উপজেলার বিভিন্ন স্থানে সচেতন মহলসহ শিক্ষার্থীরা মানববন্ধন প্রতিবাদ করে আসছিলেন। এতে কিছুটা বন্ধ হলেও প্রশাসন আসার পর পরই বালুখেকোরা পূনরায় বালু উত্তোলন করে আসছে বলে জানা গেছে। এবিষয়ে সুজাত ভূইয়া দাবী করে বলেন তার মহালের বৈধ কাগজ পত্র রয়েছে। কিন্তু অভিযানে তার কোন কাগজ পত্র নিয়ে হাজির হতে পারেনি। এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল বলেন অবৈধ বালু তোলা বন্ধে উপজেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply