সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:২৮ পূর্বাহ্ন

র্টাস্কফোর্সের অভিযানে ভারতীয় বিভিন্ন প্রকার ২৭ হাজার আতশবাজী আটক

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ২৯২ বার পঠিত

নুর উদ্দিন সুমন: জেলার মাধবপুর উপজেলার মনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা এবং সীমান্ত শূন্য লাইন হতে ১২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ৪নং ওয়ার্ড পশ্চিম মাধবপুর পৌরসভা এলাকা থেকে ২৭ হাজার প্যাকেট ভারতীয় বিভিন্ন প্রকার আতশবাজী আটক করা হয়। আজ বুধবার ৪ নভেম্বর সকাল ৮টায় মাধবপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনুভা নাশতারান এর নেতৃত্বে হবিগঞ্জ ৫৫ বিজিবির সহকারী পরিচালক মোঃ নাসির উদ্দিন চৌধুরী ও মাধবপুর থানার এএসআই হারুন-অর-রশিদসহ একদল পুলিশ বাংলাদেশের অভ্যন্তরে ৪নং ওয়ার্ড পশ্চিম মাধবপুর পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ২৭ হাজার প্যাকেট ভারতীয় বিভিন্ন প্রকার আতশবাজী আটক করেন । আটককৃত ভারতীয় আতশবাজীর আনুমানিক মূল্য ১১ লক্ষ সত্তর হাজার টাকা হবে । এসময় অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে চোরাই কারবারীরা পালিয়ে যায়। হবিগঞ্জ বিজির ৫৫ ব্যাটালিয়নের লেঃ কর্ণেল এস এন এম সামীউন্নবী চৌধুরী, পিবিজিএম, পিবিজিএমএস জানান, সীমান্তে চোরাই কারবারীদের গ্রেফতারতে অভিযান অব্যাহত এবং আটককৃত ভারতীয় আতশবাজী বিজিবির তত্ত্বাবধানে শায়েস্তাগঞ্জ শুল্ক গুদামে জমা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com