নিজস্ব প্রতিনিধি : জেলার বাহুবলে চুরাই হওয়া গরুসহ হাতেনাতে দুই চোরকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল উপজেলার শিবপাশা গ্রামের মৃত আব্দুল মতলিবের পুত্র মোস্তফা আলী (৩৫) ও চুনারুঘাট উপজেলার সিংপাড়া (পাকুড়িয়া) গ্রামের মৃত আব্দুন নূরের পুত্র জমির আলী (৪৫) । সোমবার ভোর রাতে উপজেলার বাহুবল-নন্দনপুর রোডের কলেজ সংলগ্ন স্থান থেকে তাদেরকে গরুসহ হাতেনাতে আটক করা হয়। পুলিশ জানায়, উপজেলার লামাতাশি ইউনিয়নের শিবপাশা গ্রামের মৃত আব্দুল বারিকের পুত্র লিল মিয়া প্রতিদিনের ন্যায় রবিবার রাতে তার গোয়াল ঘরে গরু তালাবদ্ধ রেখে ঘুমিয়ে পড়েন। মধ্যে রাতে লিল মিয়া বাহিরের শব্দে ঘুম ভেঙে গেলে দরজা খোলে ঘর থেকে বের হয়ে গোয়াল ঘরের দরজা খোলা থাকতে দেখেন। এ সময় তিনি গোয়াল ঘরে প্রবেশ করে গরু না পেয়ে বাহুবল মডেল থানা পুলিশকে মৌখিকভাবে ও পরে থানায় হাজির হয়ে চুরি’র অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পাওয়ার সাথে সাথে সোমবার ভোর রাতে এসআই ফুয়াদ আহমেদ ও এএসআই রিয়াদসহ একদল পুলিশ উপজেলার বাহুবল-নন্দনপুর রোডে অভিযান পরিচালনা করে বাহুবল-নন্দনপুর রোডের কলেজ সংলগ্ন স্থান থেকে সিএনজি যোগে পাচারকালে চুরি যাওয়া গরু ও মোস্তফা মিয়া ও জমির আলীকে আটক । আটকের বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গরু চুরির সাথে জড়িত মোস্তফা ও জমির কে গ্রেফতার করে করাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত ওপর দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply