সাইফুর রাব্বি, চুনারুঘাট ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাট সহ ৬টি পৌরসভার নির্বাচনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। শহর জুড়ে দেখা যাচ্ছে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, পেস্টুন সহ সোশ্যাল মিডিয়ায় নানান প্রচারনা। অনেকেই বিভিন্নভাবে গণসংযোগ করতে শুরু করেছেন। নানান উপায়ে যেতে শুরু করে দিয়েছেন ভোটারদের দ্বারে দ্বারে। দলীয় প্রতিকে নির্বাচন হওয়ার গুঞ্জণে অনেকেই দলীয়ভাবে মনোনয়ন প্রত্যাশা করে প্রচারনা চালাচ্ছেন। এদিকে ভোটাররা বলছেন ভিন্ন কথা। যোগ্য ও সৎ প্রার্থী দেখেই ভোট দেবেন বলে বলেছেন তারা। আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করে প্রচারনায় এগিয়ে আছেন দুইবারের প্রার্থী সাইফুল আলম রুবেল, নাজমুল ইসলাম বকুল ও বজলুর রশিদ দুলাল। এবারের নির্বাচনে নাজমুল ইসলাম বকুল ও বজলুর রশীদ নবীন হিসেবে সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা করেছেন। ঠিক বিপরীত চিত্র বিএনপি মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর ক্ষেত্রে। এ ক্ষেত্রে বর্তমান পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু ছাড়া আর কারো নাম এখনো শোনা যায় নি। বিগত পৌর নির্বাচনে বর্তমান পৌর মেয়র নাজিম উদ্দিন ও সাইফুল আলম রুবেলের মধ্যে তীব্র প্রতিযোগিতা এবারের ভোটেও প্রভাব ফেলবে বলে মতামত প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এদিকে হবিগঞ্জের ৬টি পৌরসভায় চুনারুঘাট সহ পৌর নির্বাচনের যে আমেজ বিরাজ করছে তা জনগনের কাছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের এক বার্তা দিয়ে যাচ্ছে। অনেকেই বলছেন সুষ্ট ও অভাদ নির্বাচন কামনা করছি। আমরা যেন সুষ্ট প্রক্রিয়ায় আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারি সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই সচেষ্ট থাকতে হবে তবেই আমরা আমাদের মনোনিত প্রতিনিধি নির্বাচিত করতে পারব।
Leave a Reply