চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিভিন্ন স্থানে করাতকলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিনব্যাপী এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। এতে সার্বিক সহযোগিতা করেন- রেঞ্জ কর্মকর্তা, কালেঙ্গা রেঞ্জ, চুনারুঘাট এবং চুনারুঘাট থানার পুলিশের একটি দল। অভিযানে লাইসেন্সবিহীন করাত কলগুলোতে করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ এর নির্দেশনা না মানায় ২টি মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। এছাড়া সরকারি বিধি নিষেধ অমান্য কারীদের সতর্কতা অবলম্বন করার নির্দেশ করা হয়।
Leave a Reply