সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন

মাধবপুরে রাস্তা নেই, ঝুলে আছে ব্রীজ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ২২৩ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলা শাহজাহানপুর ইউনিয়ন সড়ক সংযোগ না থাকায় মাধবপুর উপজেলার সুরমা গ্রামের আলাইল্লা ছাড়ার উপর নির্মিত ব্রীজ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন ধরে ব্রীজটি এলাকাবাসীর উপকারে না আসলেও এ ব্যাপারে উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। ব্যবহারই যদি না হয়; তাহলে সরকারের অর্থ ব্যয়ে কেন এটি নির্মাণ করা হয়েছে? এমন প্রশ্ন তুলেছেন স্থানীয় লোকজন। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সরকারি এই স্থাপনার ব্যবহার উপযোগী করার দাবি জানিয়েছেন তারা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ছড়ার উপর নির্মিত ব্রীজের একশ’ গজের মধ্যে রয়েছে আরো দু’টি কালভার্ট। সেগুলো ব্যবহার করছেন স্থানীয়রা। আর সংযোগবিহীন ব্রীজটি কোন উপকারেই আসছে না।স্থানীয়রা জানান, পারভেজ চৌধুরী শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা কালীন সময় তার বাড়ির সীমানা প্রাচীরের পাশে ঈদগাহে সহজে আসা যাওয়ার সুবিধার্থে এই ব্রীজ নির্মাণ করেন। এর একপাশে ৫ নম্বর ওয়ার্ডের সুরমা ঈদগাহ এবং অপর পাশে ৪ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রাম। ওই এলাকার মানুষজন ব্যবহার করতেন ব্রীজটি। কিন্তু কিছুদিন পর পাহাড়ি ঢলে ব্রীজের সংযোগ সড়ক ধ্বসে যায়। এরপর আর মেরামত হয়নি। সাবেক চেয়ারম্যান পারভেজ চৌধুরী জানান, তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি হয়ে আর্দশ গ্রাম, গুচ্ছগ্রাম, রতনপুর ও শাহজাহানপুর স্কুলের ছাত্রছাত্রীসহ শত শত মানুষ ব্রীজটি ব্যবহার করতেন। কিন্তু সড়কের দু’পাশ ভেঙ্গে যাওয়ায় এটি ব্যবহার অনুপযোগী। এ ব্যাপারে দ্রুত উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। ব্রীজটির রাস্তা নির্মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর কামনা করছেন ভুক্তভোগীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com