নিজস্ব প্রতিনিধি : বাহুবল উপজেলার মিরপুরের গীতিকার মামুন ফুটবল একাডেমির ১ম প্রীতি ম্যাচে পুটিজুরী রেঞ্জার্স কে ২-১ গোলে হারিয়ে জয় সূচনা করেছে। (২৮ আগস্ট) শুক্রবার বিকেলে আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে বিকাল ৫ টায় প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল সার্কেলের সিনিয়র এএসপি পারভেজ আলম চৌধুরী। খেলাটি পরিচালনা করেন আলিফ সোবহান চৌধুরী কলেজের ক্রীড়া শিক্ষক এম শামছুদ্দিন।
গীতিকার মামুন ফুটবল একাডেমির হয়ে প্রথম গোল করে লিড এনে দেন ক্যাপ্টেন তারেক রহমান ও জয় সূচক গোল করেন একাডেমির প্রতিষ্ঠাতা মামুন পেলান্টি কিকে। পুটিজুরী রেঞ্জার্স এর হয়ে গোল করেন সাজন। গীতিকার মামুন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা মামুনুর রশীদ মামুন শুকরিয়া জ্ঞাপন করে বলেন, ফুটবল একাডেমির প্রথম প্রীতি ম্যাচ,পুটিজুরীর সাথে ২-১ গোলে জয় লাভ করেছি। আমার একাডেমির খেলোয়াড়রা ভাল খেলেছে।
Leave a Reply