নিজস্ব প্রতিনিধি : শেষ পর্যন্ত করোনাকে পরাস্ত করতে সক্ষম হলেন জেলার চুনারুঘাটের ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুদ । করোনার প্রাদুর্ভাবের মধ্যে সরকারের নির্দেশনায় উপজেলা প্রশাসনের পরামর্শে বাজার শৃঙ্খলা রক্ষার্থে সবসময় বাজার ব্যবসায়ীদের পাশে থেকে সেবা দিতে গিয়ে তিনি গত ১৪ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন। আক্রান্তের পর ২০জুন পজিটিভ রিপোর্ট আসে। ২০ জুন কভিড-১৯ পজিটিভ শনাক্ত হওয়ার পর নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়া শুরু করেন। পুনরায় নমুনা পরীক্ষা করে কভিড-১৯ নেগেটিভ রিপোর্ট আসে। বর্তমানে আইসোলেশন থেকে বাসায় অবস্থান করছেন করোনা বিজয়ী এই ব্যবসায়ী নেতা। সুস্থহ ওয়ার পর ৮ জুলাই দুপুরে চুনারুঘাট হাসপাতাল থেকে ছাড়পত্র দেন টিএইচও ডা: মোজাম্মেল হক। এ সময় উপস্থিত ছিলেন আরএমও ডা: ফাতেমা হক, পৌর যুবলীগের আহবায়ক এডভোকেট নাজমুল ইসলাম বকুল, আওয়ামীলীগ নেতা রুমন ফরাজী প্রমুখ: পরে একইদিনে বিকেলে ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ করোনায় মুক্ত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া বাংলাদেশ কমার্স ব্যাংক চুনারুঘাট শাখা কর্তৃক করোনায় মুক্ত হওয়ায় সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমার্স ব্যাংকের ম্যানেজার মুক্তাদির চৌধুরী, সহকারী ম্যানেজার ললিত মোহন সিংহ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাশ, পৌর যুবলীগের আহবায়ক এডভোকেট নাজমুল ইসলাম বকুল, মো: হেলাল উদ্দিন তালুকদার, নুরুল আলম তালুকদার, রিয়াজ উদ্দিন তালুকদার, মোশাহিদ আলম লিজন, পদু দাশসহ নিরঞ্জন সিটির ব্যবসায়ীবৃন্দ প্রমুখ।এদিকে তিনি করোনায় মুক্তর খবর প্রকাশ হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ বিভিন্নভাবে অভিনন্দন জানানো হয়। ব্যবসায়ী নেতৃবৃন্দরা জানান পরবর্তীতে বড় আকারে সংবর্ধনা দেয়া হবে। এদিকে তিনি করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ায় সকল শ্রেণী পেশার লোকজনের ভালবাসায়সিক্ত হয়েছেন। ব্যবসায়ী নেতা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রতিনিয়ত মোবাইল ফোনে সাহস জুগিয়ে যাওয়ায় হৃদয়ের গভীর থেকে সকলকে ধন্যবাদ জানান এবং বলেন, করোনায় ভয় নয় মনোবল শক্ত রেখে আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। ব্যবসায়ী নেতা আরও বলেন, পরিমাণমতো লেবু, লবঙ্গ, দারচিনি, এলাচ, আদা, রসুন, পানিতে ফুটিয়ে সহনীয় মাত্রায় ভাপ নিয়ে ওই পানি দিয়ে দিনে তিনবার গার্গল করা ও ঔষধ সেবনের মাধ্যমে তিনি করোনা মুক্ত হয়েছেন।
Leave a Reply