বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:৫০ অপরাহ্ন

চুনারুঘাটে স্বাস্থ্যবিধি নিশ্চিতে জরুরি সভা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ২৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দিন দিন বেড়েই চলেছে করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ। জেলায় ২ শ ৮ জন আক্রান্তের মধ্যে চুনারুঘাট উপজেলার ৫৪ জন রয়েছেন। এ পরিস্থিতে চুনারুঘাট উপজেলা করোনাভাইরাস র্নিমূল কমিটি এক জরুরি সভা আয়োজন করে। রবিবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। প্রধান অতিথি বলেন, প্রশাসনকে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর হতে হবে। প্রয়োজনে আবারও পৌর শহরের প্রবেশ পথে চেকপোস্ট বসাতে হবে। সকল ইউনিয়ন চেয়ারম্যান ও থানার বিট অফিসার তাদের ইউনিয়নের সকল দোকানপাট বিকেল ৪ টার মধ্যে বন্ধ করার দায়িত্ব নিতে হবে। আগামী মঙ্গলবার থেকে চুনারুঘাট উপজেলা কঠোর লকডাউনের আওতায় আনার ব্যবস্থা নিতে হবে প্রশসনকে।
উপস্থিত অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামসু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লৎফুর রহমান মহালদার, সহকারী কমিশনার (ভুমি) মিল্টন চন্দ্র পাল, থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার সবুজ, রমিজ উদ্দিন , কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন সরকার, ডা. শামছুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, সাংবাদিক জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী মাসুদ আহম্মেদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সভাপতি প্রণয় পাল প্রমুখ।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এখন থেকে রাত-দিন অভিযান পরিচালনা করা হবে। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি না মানলে প্রত্যেক ব্যক্তি, প্রতিষ্ঠানকে জেল জরিমানা গুনতে হবে। ঘর থেকে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সরকারি নির্দেশনা অনুসরণ করতে হবে। প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানে হ্যান্ড স্যানিটাইজার বা জীবাণুনাশকের ব্যবস্থা করতে হবে। সরকার নির্ধারিত সময়ে দোকানপাট বন্ধ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com