শেখ জাহান রনি, মাধবপুর।। মাধবপুরে বোয়ালিয়া ব্রিজ মরণ ফাঁদে পরিণত হয়েছে। ২০১৮ সালের জুন মাসের পাহাড়ি ঢলে ভেঙ্গে যায় ব্রিজটি। এতে শুরু হয় জন সাধারণ স্কুল,কলেজ,মাদ্রার ছাত্র-ছাত্রী সহ অসংখ্য দিন মজুর মানুষের ভোগান্তি। ব্রিজটি ভাঙ্গার পর দুই সাইডে বাঁশেরর জোড়া দিয়ে কিছুদিন চলার ব্যবস্থা করলেও জন প্রতি গুনতে হতো ৫/১০ টাকা। টাকা না দিতে পারলে অশোভন আচরণের শিকার হতে হয় ব্রীজের তত্বাবধায়কদের । ব্রিজটি ভেঙ্গে যাওয়ার পর এক গর্ভবতী মহিলা পড়ে আহত হন। এই ব্রিজের উপর দিয়ে চবুল্লা, মাহমুদপুর, বানেশ্বর, জোয়ালঙ্গা, শিবপুর সহ কয়েক হাজার মানুষের।
৫নং আন্দিউড়া ৪নং ওয়ার্ডের বোলিয়াখালের মাধবপুর পৌরসভা সংলগ্ন ব্রিজটি। কিছুদিন আগ পর্যন্ত ৫/১০ টাকা দিয়ে চলতে পারলেও বর্তমানে নাজেহাল অবস্থার কারণে মাধবপুরে যাওয়া আসা মৃত্যুর ঝুঁকি।এলাকাবাসী জানায় বারবার ব্রিজটি করে দেওয়ার আশা দিলেও হচ্ছেনা বাস্তবায়ন। তাই এই এলাকার কয়েক হাজার মানুষের প্রাণের দাবি দ্রূত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন মেরামত করার জন্য।
Leave a Reply