শেখ জাহান রনি মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে দ্রুত গামী একটি ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী উপ সহকারী কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ (৩৭)নিহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে দুই টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় এঘটনা ঘটে। নিহত হারুন অর রশিদ রংপুর জেলার মিটাপুকুর উপজেলার শেরুডাংগা গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে। মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান,হারুন অর রশিদ উপজেলার নয়াপাড়া ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত উপসহকারী কর্মকর্তা ছিলেন। দুপুর একটার দিকে হারুন উপজেলা কৃষি অফিস থেকে বের হন। এর পর মোটর সাইকেল যোগে নয়াপাড়া ইউনিয়ন অফিসে যাচ্ছিলেন। এসময় সিলেট অভিমূখি দ্রুতগামি ট্রাক ঢাকা সিলেট মহাসড়কের উল্লেখিত এলাকা গিয়ে উপসহকারী কৃষিকর্মকর্তা হারুনের মোটর সাইকেল কে চাপা দেয়।এতে হারুন অর রশিদের মোটর সাইকেল ধুমড়ে মুচড়ে ছিটকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হন।আশংকাজনক অবস্হায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাহ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মাধবপুর থানার পরির্দশক গোলাম দস্তগীর সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply