শেখ জাহান রনি,মাধবপুর : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা কমকর্তা ও হাসপাতাল স্টাফ ও সাধারণ একজন মানুষ করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর তাদের একজন বাসাতে আছেন। অন্য একজন জন মাধবপুরে সদর হাসপাতালে আইসোলেশনে আছেন ও বাকি তিন হবিগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশনে আছেন। ফলে পরিবারের কোন সদস্য বাড়ির বাইরে যেতে পারছে না।
বুধবার (৬ মে) মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান উনার ব্যক্তিগত কর্মকর্তা দিয়ে উনাদের বাসাতে উপহার হিসাবে ঝুড়ি দিয়ে ফল, খাদ্যসামগ্রী পাঠান।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান জানান, করোনা আক্রান্ত কর্মকর্তা ও অন্যদের বাসাতে থাকা সবাইকে যেকোনো প্রয়োজনে আমাকে জানানো জন্য বলা হয়।
তিনি আরোও জানান, উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদের জন্য সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে । মাধবপুর যে ৫জন ব্যক্তির করোনা পজেটিভ পাওয়া গেছে অল্প কিছুদিনের মধ্যে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
Leave a Reply