আবুল হাসান ফায়েজ : হবিগঞ্জে মাধবপুর উপজেলা প্রশাসনের তিন জন সরকারি কর্মকর্তার শরীরে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। আজ শুক্রবারে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এএইচ এম ইসতাক মামুন ৩ কর্মকর্তার করোনা সনাক্তের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, গত ২৬ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে সিলেট ওনমানী মেডিকেল কলেজে হাসপাতালে স্থাপিত বিশেষায়িত ল্যাবে পাঠানো হয়েছিল। আজ শুক্রবার বিকেলে তাদের পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। এ পর্যন্ত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রাদার সহ মোট ৫ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১ জন কে হবিগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে ও ১ জনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে।
Leave a Reply