নিউজ এডিটর- নুর উদ্দিন সুমন।। চুনারুঘাটে করোণার কারণে ঘরে থাকা অসুস্থ ব্যক্তিদের অনলাইনে সরাসরি চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ দিতে চুনারুঘাটে চালু হয়েছে ভার্চুয়াল হাসপাতাল । ভার্চুয়াল হাসপাতালটিতে প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ সেবা পাওয়ার পাশাপাশি চাইলে ভিডিও কলে সরাসরি চিকিৎসকের সঙ্গে কথাও বলা যাবে। বিমান প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীর সার্বিক উদ্যোগে এ ভার্চুয়াল হাসপাতালটিতে প্রাথমিকভাবে প্রায় ৮ জন চিকিৎসক স্বাস্থ্যসেবা দেবেন। উপজেলার যেকোনো প্রান্ত থেকে
চুনারুঘাট উপজেলা ভার্চুয়াল হাসপাতাল পেইজ
ঠিকানায় প্রবেশ করে বিনা মূল্যে এ স্বাস্থ্যসেবা পাওয়া যাবে। (২৬এপ্রিল) রবিবার উপজেলা প্রশাসন ফেইসবুক মাধ্যমে ভার্চুয়াল হাসপাতালটির তথ্য প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একজন ডাক্তার এবং একজন স্বাস্থ্য কর্মীসহ এ পর্যন্ত ৬জন করোনা পজেটিভ। তাই স্বাস্থ্য কমপ্লেক্সটি বর্তমানে লকডাউন অবস্থায় আছে। হাসপাতালটি বন্ধ থাকায় সাধারণ রোগীরা স্বাস্থ্য সেবা হতে বঞ্চিত হচ্ছে। চুনারুঘাট বাসীর জন্য পর্যাপ্ত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সার্বিক তত্ত্বাবধানে এনজিও আশা এবং ইসলামিক মিশনের সর্বমোট ৮ জন রেজিস্টার্ড চিকিৎসকের সমন্বয়ে চালবে ভার্চুয়াল হাসপাতাল। ভার্চুয়াল হাসপাতালের পেইজে দেওয়া মোবাইল নাম্বারে কল করে অথবা প্রয়োজনে মেসেঞ্জারে অথবা হোয়াটস অ্যাপে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একজন রোগী ২৪ ঘন্টা তার যে কোন স্বাস্থ্যগত সমস্যার সমাধান পেতে পারেন একদম বিনামূল্যে।
রেজিস্টার্ড চিকিৎসকদের নাম মোবাইল নাম্বার:
১। ডাঃ ফারুক আহমেদ, অধ্যক্ষ, আশা মেডিকেল ট্রেনিং সেন্টার, চুনারুঘাট, হবিগঞ্জ। মোবা: ০১৪০৫-৯২১৮৯১।
২। ডাঃ মৌসফা মেহেরীবান, মেডিকেল অফিসার, ইসলামিক মিশন, নরপতি, চুনারুঘাট হবিগঞ্জ। মোবা: ০১৪০৫-৯২১৮৯২।
৩। ডাঃ মোঃ নজরুল ইসলাম, মেডিকেল অফিসার, আশা কমপ্লেক্স, চুনারুঘাট, হবিগঞ্জ। মোবা: ০১৪০৫-৯২১৮৯৩।
৪। ডাঃ মোঃ আশরাফ হোসেইন, মেডিকেল অফিসার, আশা মেডিকেল ট্রেনিং সেন্টার, চুনারুঘাট, হবিগঞ্জ। মোবা: ০১৪০৫-৯২১৮৯৪।
৫। ডাঃ শারমিন জাহান দিপা, মেডিকেল অফিসার, আশা মেডিকেল ট্রেনিং সেন্টার, চুনারুঘাট, হবিগঞ্জ। মোবা: ০১৪০৫-৯২১৮৯৫।
৬। ডাঃ ফারহানা ভূঁইয়া, মেডিকেল অফিসার, ইসলামিক মিশন, নরপতি, চুনারুঘাট, হবিগঞ্জ। মোবা: ০১৪০৫-৯২১৮৯৬।
৭। ডাঃ শারলি ভূঁইয়া, আশা মেডিকেল ট্রেনিং সেন্টার, চুনারুঘাট, হবিগঞ্জ। মোবা: ০১৪০৫-৯২১৮৯৭।
৮। ডাঃ সুদিপ্ত পাল, মেডিকেল অফিসার, আশা মেডিকেল ট্রেনিং সেন্টার, চুনারুঘাট, হবিগঞ্জ। মোবা: ০১৪০৫-৯২১৮৯৮
Leave a Reply