স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্সের ব্রাদারসহ আরো ৩ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় ২১ জন রোগী সনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগের নিকট সিলেট থেকে তাদের রিপোর্ট এসে পৌছেছে। আক্রান্তরা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এ তথ্য জানিয়েছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।
তিনি জানান, তাদের করোনা নমুনা পরিক্ষার জন্য বিভিন্ন সময়ে সিলেটে প্রেরণ করা হয়েছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার পর তাদের রিপোর্ট পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে রয়েছে মাধবপুর উপজেলার একজন স্টাফ ও আজমিরীগঞ্জ ও বাহুবল উপজেলার একজন করে নারী।
Leave a Reply