নুর উদ্দিন সুমন।। জেলার চুনারুঘাটে করোনা সংকটে হিজরা বা তৃতীয় লিঙ্গ মানুষের খাদ্য সামগ্রী দিয়ে পাশে দাঁড়ালেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর কন্যা ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় নাজমুল হোসেন এর সহধর্মীনি মহিলা আওয়ামিলীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাহমুদা জাহান এনি লস্কর। তার নিজ এলাকা চুনারুঘাটে এ হিজড়া সম্প্রদায়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এর আগে তিনি কর্মহীন দিনমজুর অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সংকটময় সময় পার করছে বাংলাদেশও। আর এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন হিজরা বা তৃতীয় লিঙ্গ মানুষেরা। এখন আগেরমত নেই বিয়ের আনুষ্ঠানিকতা তারা বরযাত্রীর গাড়ী থেকে বকশিস নিয়ে চলতো একদিন রাস্তায় না নামলে তাদের কপালে খাবার জোটে না। এরইমধ্যে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে দেশজুড়ে চলছে অঘোষিত লকডাউন। এমতাবস্থায় তারা এখন বেশিরভাগই অনাহারে দিনাতিপাত করছে।
এনি লস্কর বলেন করোনা ভাইরাসের আতঙ্কে যখন বিয়ের অনুষ্ঠান বন্ধ তখন এই হিজরাদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। অনাহারে এ সম্প্রাদয়ের লোক যখন দিশেহারা হয়ে পরেছে ঠিক সেই সময় কিছুটা হলেও হিজরাদের অভাব দুর করতে চেষ্টা করেছি। তিনি আরোও বলেন,যদি তারা কোন সমস্যায় থাকে তাহলে আমি আবারও সহায়তা করবো।
Leave a Reply