শেখ জাহান রনি, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর করোনাভাইরাস সংক্রমে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী শুরু করেন মাধবপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রমহমান আতিক। করোনাভাইরাস দুর্যোগে মাধবপুর মাধবপুর উপজেলার জীবনচিত্র বদলে গেছে। প্রশাসনের আহ্বানে মানুষ এখন ঘরে ঘরে অবস্থান করছে। খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। এ অবস্থায় কাজকর্ম না থাকায় গরিব ও মধ্যবিত্ত পরিবারের লোকজন বিপাকে পড়েছেন। তাদের অনেকে প্রতিদিনের খাবার সংগ্রহ করতে পারছে না।
বৃস্পতিবার ১৬ (এপ্রিল) সকালে মাধবপুর উপজেলা আওয়ামীলীগ সম্পাদক আতিকুর রহমান আতিক নিজে উপস্থিত থেকে আন্দিউড়া ইউনিয়ন সুলতানপুর গ্রামে নিম্ন আয়ের ১২০ পরিবারে চাল,ডাল,তৈল,পেয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।এছাড়াও তিনি এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখতে নিজেই প্রতিটি দোকানের সামনে গিয়ে বিভিন্ন মানুষকে ঘরে থাকতে আহ্বান করেন।সেই সাথে তাদের করোনাভাইরাস প্রতিরোধে নানা সচেতনতামূলক পরামর্শ দেন,
তিনি সবাইকে বাড়ির বাইরে অপ্রয়োজনে না বাহিরের জন্য অনুরোধ করেন।তিনি আরো জানান, দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী দেয়া অব্যাহত থাকবে।
গ্রামবাসী জানান, আতিক আমাদের সাবেক ও জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন।আমাদের বিপদে তিনি পাশে এসে দাঁড়িয়েছেন, এরকম চেয়ারম্যান আমরা চাই। প্রতিটি গ্রামে তিনি অসহায় পরিবারের তালিকা প্রস্তুত করে খাদ্য সামগ্রী বিতরণ করবেন বলে জানা গেছে।
উপজেলা আওয়ামীলীগ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান জানান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার দেশে করোনা ভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে। মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্বের সাথে কাজ করে চলছেন এবং সরকারিভাবে অসহায়দের সহায়তা করছেন। লোক সমাগমে করোনার ঝুকি বাড়ে তাই আমার ব্যক্তিগত তহবিল থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী অসহায় কর্মহীন পরিবারে গ্রামে গ্রামে গিয়ে বিতরণ করার চেষ্টা করছি।
এসময় উপস্থিত ছিলেন,সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ধন সরকার, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক মিজানুর রহমান, সহ-সভাপতি আব্দুর রহমান চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সম্পাদক হৃদয় পাঠান উজ্জল, ইউনিয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম পাঠান, ছাত্রলীগ নেতা বাদশা পাঠান, আবির খান জীবন প্রমূখ।
Leave a Reply