শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:মাধবপুর হবিগঞ্জের মাধবপুর আদাঐর গ্রামে মেম্বারের উদ্যোগে করোনা সংক্রমন রোধে জীবাণুনাশক পানি ছিটালেন ১নং ওয়ার্ড মেম্বার বাবুল মিয়া।
মঙ্গলবার ১৪ এপ্রিল মাধবপুর আদাঐর ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকায় করোনা ভাইরাস রোধে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্লিচিং পাউডার মিশ্রিত এ জীবানুনাশক পানি ছিটানো শুরু হয়।
জানা যায়, আদাঐর এলাকার ১নং ওয়ার্ডের মাঝে সচেতনতা বাড়াতে বিভিন্ন স্থানে জীবাণু নাশক স্প্রে করন, গুরুত্বপূর্ণ স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করা হবে।
সেই সাথে এলাকায় বাসীকে তাদের নিজেদের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তা-ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও নির্দেশ দেন,মেম্বার বাবলু মিয়া।
করোনা বিদেশ ফেরত কোন ব্যক্তি ও পরিবার হোম কোয়ারেন্টাইনে আছে কিনা তা প্রতিনিয়ত নজরদারী রাখা হচ্ছে।করোনা ভাইরাস প্রতিরোধে আদাঐর এলাকার বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান ছাড়া অন্য সকল দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।
Leave a Reply