বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার বিভিন্ন দপ্তরের অনেক কর্মকর্তা কর্মচারী সরকারি নিদের্শনা অমান্য করে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে জানা গেছে। উপজেলা প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী সিপন কুমার দাস, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা চেয়ারম্যানের কার্যলয়ের কম্পিউটার অপারেটর স্টেনো কনক দেব মিটু, অফিস সহায়ক জামাল হোসেন, উপজেলা ভূমি অফিসের অনেক স্টাফ অনুপস্থিত রয়েছেন। উপ-সহকারী প্রকৌশলী সিপন কুমার দাস প্রায় সপ্তাহ খানেক যাবত কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। প্রয়োজনে তাকে খুজে পাওয়া যায় না। অথচ সরকারের নিদের্শনা মোতাবেক কর্মস্থলে থাকার কথা। গতকাল শনিবার উপজেলার শিমুলিয়াম প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শুরু হলেও তিনি অনুপস্থিত ছিলেন। ওই স্কুলটি তার তত্বাবধানে ছিল। জানা যায়, সিপন কুমার ঢাকায় অবস্থান করছেন। তিনি আজ রাতের মধ্যেই বাহুবল পৌছতে পারেন বলে গোপন সূত্রে জানা গেছে। বর্তমান নভেল করোনাভাইরাস পরিস্থিতির মাঝে তার আসাটাও ঝুকিপূর্ণ বলেই সচেতন মহলের ধারণা। অথচ উপজেলা প্রকৌশলী আনিছুর রহমান ভূইয়া সিপন কুমার দাস কর্মস্থলে উপস্থিত আছেন বলে উর্ধতনকে জানিয়েছেন। এছাড়া চেয়ারম্যানের স্টেনো কনক দেব মিটু ও অফিস সহায়ক জামাল হোসেন কর্মস্থলে অনুপস্থিত থাকায় অফিসের চেইন অব কমান্ড ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে।
Leave a Reply