নিজস্ব সংবাদাতা ॥ চুনারুঘাট উপজেলার বিজ্ঞান শিক্ষার অগ্রগতি ও মাধ্যমিক শিক্ষার উন্নয়নে ব্যবহারিক শিক্ষার গুরুত্ব, সুযোগ ও সম্ভাবনা শীর্ষক সেমিনার সম্পন্ন। গত ২৬শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার এনজিও সেবা কর্তৃক আয়োজিত চুনারুঘাট উপজেলা পরিষদ সভাক্ষকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষক ও সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানে চুনারুঘাট উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিজ্ঞানে অগ্রগতির জন্য সকলে গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করেন। উল্লেখ্য যে সেবা বিগত ১বছরে ৩০টি মাধ্যমিক প্রতিষ্ঠানে ৬০টি বিজ্ঞান মেলাসহ বিভিন্ন কর্যক্রম পরিচালনা করে আসছে।
Leave a Reply