স্টাফ রিপোর্টারঃ নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব থেকে বাঁচার আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা পাঠানো আজমিরীগঞ্জের সেই হোসনা অবশেষে দেশে ফিরেছেন। বুধবার রাত প্রায় ১২টায় সৌদি এয়ারলাইন্স এসভি-৮০৪ বিমানযোগে রিয়াদ হয়ে ঢাকা বিমানবন্দরে পৌছান তিনি। এর পুর্বে হোসনাকে দেশে পাঠানো হচ্ছে বলে নিশ্চিত করেছিলেন ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান। হোসনা আজমিরিগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রামের শফিউল্লার স্ত্রী।
জানা যায়, দালাল শাহীন মিয়া ও প্রস্তাবিত রিক্রুটিং এজেন্সি আরব ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশনের প্রলোভনে পড়ে এজেন্সি আল-সারা ওভারসিস (আরএল-৭৫২) সৌদি যাওয়ার সিদ্ধান্ত নেন হোসনা আক্তার। তবে সৌদি যাওয়ার পর থেকে তিনি সেখানে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। পরে এক ভিডিও বার্তায় তার ওপর চালানো নির্যাতনের বর্ণনা দিয়ে স্বামী শফিউল্লাহর কাছে বাঁচার আকুতি জানান হোসনা। কোনো উপায় না পেয়ে শফিউল্লা ছুটে যান দালাল ও আরব ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন অফিসে। কিন্তু তারা হোসনাকে দেশে আনতে দুই লাখ টাকা দাবি করেন। উপায় না দেখে গত ২৪ নভেম্বর গণমাধ্যম ও ব্র্যাকের সহায়তা চেয়ে আবেদন করেন শফিউল্লাহ। এরপর নিরাপদে হোসনাকে দেশে ফেরত আনতে পরিবারটিকে সার্বিক সহায়তার সিদ্ধান্ত নেয় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।
এদিকে, এ ঘটনায় জড়িত দালাল ও এজেন্সিদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়েছেন হোসনার পরিবার ও স্বজনরা।
Leave a Reply