স্টাফ রিপোর্টার: হাফেজ বিজ্ঞানী নূরুজ্জামান এর ৫ম মৃত্যু বাষিকী উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় সময় রিচি ঈশান কোণা পুলের মোড়ে পথছায়া ফাউন্ডেশনের আয়োজনে বিশিষ্ট সম্পাদক, পথছায়া ফাউন্ডেশনের সভাপতি এবং নূর মডেল কে.জি এন্ড স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোহাম্মদ নায়েব হোসাইন এর সভাপতিত্বে এবং রিচি রুপান্তর সংসদের সভাপতি শেখ মোঃ আলাউদ্দিন রানার পরিচালনায়, বিশ্বের প্রথম তেল গ্যাস ব্যাতিত সম্পূর্ণ বাতাসে চালিত
মোটরসাইকেল আবিস্কারক হাফেজ বিজ্ঞানী নূরুজ্জামান এর ৫ম মৃত্যু বাষিকী উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়। প্রধান অতিথি ছিলেন, ডাঃ মোঃ বরকত আলী সিঃ সহঃ সভাপতি রিচি সমাজ কল্যাণ যুব সংঘ, বিশেষ অতিথি গণ ছিলেন, ডাঃমোঃ জিতু মিয়া সাধারন সম্পাদক, রিচি সমাজ কল্যান যুব সংঘ, মোঃ রইছ আলী মেম্বার, রিচি ই/ পি ২ নং ওর্য়াড, বৈশিষ্ট্য মুরুব্বি হাজ্বি মুকসুদ আলী, মোঃ আব্দুর রশিদ, মোঃ রফিক মিয়া, এ্যাডঃ আব্দুল ওয়াহিদ মনির সভাপতি, রিচি সমাজ কল্যাণ ও ক্রীড়া সংস্থা, মোঃ আব্দুল আহাদ৷ তুষার, যুগ্ন সাধারণ সম্পাদক হবিগঞ্জ জেলা ছাএ দল, আরো বক্তব্য রাখেন মোঃ মুহিদুল ইসলাম সুজন, যুগ্ন সাধারণ সম্পাদক হবিগঞ্জ জেলা ছাএদল, মোঃ সারোয়ার হোসেন জয়, সিঃযুগ্ন আহ্বায়ক বৃন্দাবন সরকারি কলেজ ছাএলীগ, মোঃ জাহির মিয়া, মোটর মালিক গ্রুপ শ্রমিক নেতা মোঃ শওকত উসমান সহ প্রমূখ , পরে মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওঃসাইফুল ইসলাম।।
Leave a Reply