স্টাফ রিপোর্টার।।চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের আমতলা গ্রামে প্রেমের শজের ধরে প্রেমের পরীক্ষা দিতে গিয়ে একই সাথে মোশাহিদ(২৩) ও জয়নাল (২৫) নামের দুই বন্ধু বিষপান করেছে।এর মাঝে মোশাহিদ মারা গেলেও জয়নাল হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মোশাহিদ উপজেলার আমতলা গ্রামের আব্দুল মন্নানের পুত্র। মঙ্গলবার(৫ ই নভেম্বর) চুনারুঘাট থানা পুলিশ মোশাহিদের বাড়ি থেকে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।জানা যায়,ওই এলাকার এক কলেজ ছাত্রীর সাথে উল্লেখিত দুই বন্ধু প্রেমের সম্পর্ক গড়ে তুলে।ওই ছাত্রী মাঝে মাঝে দুইজনের সাথে সিডিউল করে বিভিন্ন সময় দেখা করত।সম্প্রতি একজনকে রাণীগাঁও গ্রীণল্যান্ড পার্কে ঘুরতে যায়।বিষয়টি তার অপর প্রেমিক দেখে ফেললে তিন জনের মাঝে মিশ্র পতিক্রিয়া দেখা দেয়।পরে প্রেমিকা কলেজ ছাত্রী তাদেরকে প্রেমের অগ্নি পরিক্ষা দিতে হবে বলে জানায়।দুই বন্ধু তাদের বিড়িতে ফিরে গিয়ে কীটনাশক খেয়ে প্রেমের পরীক্ষা দিতে গিয়ে বিষপান করলে দুজনই বিষাক্রান্ত হয়ে ছটফট করতে করতে থাকে।তাৎক্ষনিক স্বজনরা তাদের উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।সেখানে তাদের অবস্থার অবনতি হলে তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।সিলেট যাওয়ার পথে প্রেমিক মোশাহিদ মৃত্যুর কোলে ঢলে পড়ে।
তবে জয়নাল হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।
এ নিয়ে ওই প্রেমিকার উপর এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে।স্থানীয় লোকজন জানান,ঘটনার পর থেকে ওই ছাত্রী লাপাত্তা।চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি)শেখ নাজমুল হক জানান,বিষয়টি নিয়ে তদন্ত চলছে।অপমৃত্যুর মামলা হয়েছে।তবে এতে প্রেম কাহিনী সম্পৃক্ত কি-না এমন কোন অভিযোগ পুলিশ পায়নি।
Leave a Reply