হবিগঞ্জ সংবাদদাতাঃ অব্যাহত আছে পুরাতন খোয়াই নদী উদ্ধার কার্যক্রম। এক্সেভেটর মেশিন দ্বারা গত ৫ দিনে প্রায় আড়াইশ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে। এর মাঝে সরকারী ভাবে ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে শতাধিক এবং ব্যাক্তি উদ্যোগে দেড় শতাধিক স্থাপনা ভাঙ্গা হয়েছে। গতকাল শনিবার সারাদিন শহরের জেলা পরিষদ থেকে শায়েস্তানগর এলাকায় চলে এই উচ্ছেদ কার্যক্রম। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা জানান, সোমবার শুরু হওয়ার পর বৃহস্পতিবার পর্যন্ত ৪দিন এবং শুক্রবার বন্ধ থাকার পর শনিবার মিলে ৫ দিনে আড়াইশ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। আশা করা যায় আরও এক সপ্তাহ সময়ের মাঝে পুরাতন খোয়াই নদী পুরোটাই দখল মুক্ত করা সম্ভব হবে। এছাড়াও নদীর সকল লিজ বাতিল করা হচ্ছে। এদিকে, পুরাতন খোয়াই নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় শহরের পানি প্রবাহের গতি স্বাভাবিক হয়ে আসবে এবং জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া যাবে আশা প্রকাশ করেছেন পৌরবাসি।
Leave a Reply