ডেস্ক রিপোর্টঃ নগরীর লালবাজারে ৩শ’ কেজি ওজনের বিশালাকৃতির একটি বাঘাইড় মাছ উঠেছে। ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। তারপর সেই মাছ গতকাল সোমবার বিকেলে বিক্রির জন্য লালবাজারে নিয়ে আসেন মাছ ব্যবসায়ী মো. মখলিছ মিয়া। শুধু খাওয়া নয়, মাছ দেখার মধ্যেও একটা আনন্দ আছে। সেই অনুভূতি থেকে গতকাল সন্ধ্যায় মাছটি দেখতে বাজারে ভীড় জমে উৎসুক জনতার। এ সময় এক ক্রেতা দেড় লক্ষ টাকা পর্যন্ত দাম করেন। কিন্তু বিক্রেতা মখলিছ মিয়া মাছটি আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে কেটে বিক্রি করার সিন্ধান্ত নিয়েছেন। দাম পড়বে কেজি প্রতি আড়াই হাজার টাকা।
তিনি আরো বলেন, এক সাথে বিক্রি করলে একজন খাবেন। আমি চাই কেটে বিক্রি করলে সবাই কিনে খেতে পারবে। অনেকেই মাছের দাম ও ওজন জানতে চাইছেন। বাঘাইড় মাছের গায়ে বাঘের মতো ডোরাকাটা দাগ আছে। এজন্য স্থানীয় লোকজন এই মাছকে ‘বাঘ’ মাছ বলেও ডাকেন। লালবাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলজার আহমদ জগলু বলেন, গত এক বছরের মধ্যে বাজারে এতবড় মাছ উঠেনি। বাজারে মাছটি তোলার পর থেকে সন্ধ্যা পর্যন্ত জীবিত ছিলো। অনেকেই ভীড় করছেন এক পলক দেখার জন্য। কেউ দাম-দর করছেন, কেউ ছবি তুলছেন। রাত পর্যন্ত এভাবে উৎসুক মানুষ আসবেন। সকালেও সেই চিত্র থাকবে।
Leave a Reply