এস আর সুজন : জন্মের পর আমি যে চুনারুঘাট পাইছি মৃত্যুর আগে যেন আরো উন্নত ও আধুনিক বাসযোগ্য চুনারুঘাট রেখে যেতে পারি। আমার মৃত্যুর পর জানাযাটা যেন দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠেই হয় আর হাজার হাজার মানুষ যেন দোয়া করে দেয়। চুনারুঘাটের মানুষের গোলামি করলেও ঋণ শোধ হবে না বলে বলেছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। গত পহেলা মে মে দিবসে চুনারুঘাট সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। আলহাজ্ব আব্দুল কাদির সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, সার্কেল এ এসপি নির্মলেন্দু চক্রবর্তী, ওসি হিল্লোল রায়, বিশিষ্ট শিল্পপতি আব্দুল মালেক জাপানী, সিএনজি মালিক সমিতির সভাপতি কামরুল ইসলাম, সাধারন সম্পাদক মিজানুর রহমান সেলিম, সিএনজি শ্রমিক ইউনিয়ন সহ-সভাপিত সামছু মিয়া, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ ও সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও মালিকবৃন্দ। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি মালিক ও শ্রমিকদের উদ্দেশ্যে আরও বলেন, বিগত ২০ বছরের মধ্যে কোন নেতা কর্মী শ্রমিকদের সিএনজি স্ট্যান্ডের বিষয়ে কোনরূপ চিন্তা করেননি। অথচ আমি এমপি হওয়ার ৪ মাসের মাথায় ২টি স্ট্যান্ড করে দিয়েছি। পর্যায়ক্রমে সকল স্ট্যান্ডের সমস্যা সমাধান করা হবে। সিএনজির অতিরিক্ত ভাড়া আদায়ে নাগরিকদের যেন কোন ভোগান্তি না হয় সেদিকে মালিক শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে চলারও নির্দেশ দেন।
Leave a Reply