শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :-শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ঢাকাগামী আন্তঃনগর পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকাগামী যাত্রীরা পড়েন ভোগান্তিতে। অবশেষে আড়াই ঘন্টা পর বিকল ইঞ্জিনের পরিবর্তে অন্য আরেকটি ইঞ্জিন হাজারখানেক যাত্রী বহণকারী পারাবত ট্রেনটিকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
বুধবার রাত
সাড়ে ৯টার দিকে বিকল ইঞ্জিন বাদ দিয়ে আখাউড়া থেকে আসা অন্য আরেকটি ইঞ্জিন এসে ট্রেনটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এর আগে সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটের সময় আান্তঃনগর পারাবতন ট্রেনটি শায়েস্তাগঞ্জ রেল জংশনে যাত্রাবিরতি করে। নির্ধারিত যাত্রাবিরতী শেষে ৭টার দিকে ছেড়ে যাবার সময় ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
এদিকে, আড়াই ঘন্টা বিলম্বের কারণে হাজারো যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। অনেক যাত্রী বিলম্বের কারণে বাইরোডে তাদের গন্তব্যে চলে যান। শ্রীমঙ্গলের কানু রায় নামের এক যাত্রী জানান রাত ১১টায় ঢাকা গিয়ে পৌঁছার কথা এখন কখন গিয়ে ঢাকায় পৌছি এর কোন ঠিক নাই।
সহকারি স্টেশন মাষ্টার গৌর প্রসাদ দাস পলাশ বিষয়টি নিশ্চিত করে জানান, আখাউড়া থেকে অন্য আরেকটি ইঞ্জিন এসে প্রায় এক হাজার যাত্রীবহনের পারাবত ট্রেনটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
Leave a Reply