নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্চুজের নারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউপির রাজার বাজার (বগাডুবি) গ্রামে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে চুনারুঘাট সনাতনী শীল যুব সংঘের উদ্যোগে শ্রীমদ্ভাগবত গীতাপাঠ ও গীতা বিতরণ করা হয়েছে। এ সময় শ্রীমদ্ভাগবত গীতাপাঠ করেন সংগঠনটির উপদেষ্টা সুভাষ মোহন চন্দ, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র শীল। উপস্থিতি ছিলেন, সংগঠনটির উপদেষ্টা দীনেশ চন্দ্র শীল, নিশিকান্ত শীল,অতীন্দ্রি চন্দ্র শীল, সুবোধ চন্দ্র শীল, অরুণ শীল, কানু শীল, সমন শীল, সভাপতি সমীরণ শীল, সহ-সভাপতি শামল শীল, অর্থ সম্পাদক মিঠুন চন্দ্র শীল, রিপন শীল, নয়ন মনি শীল, ভানু চন্দ্র শীল, অসীম শীল, পিযুশ শীলসহ আরো অনেকেই। এছাড়াও সংগঠনটির প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা রিংকু চন্দ্র শীল, মিঠুন চন্দ্র শীল, রতন চন্দ্র শীল, দীপক চন্দ্র শীল, অলক চন্দ্র শীল, নারায়ণ চন্দ্র শীল, প্রাণেশ চন্দ্র শীল, রিংকু শীল, সুমন চন্দ্র শীল, রতীশ চন্দ্র শীল, গোবিন্দ চন্দ্র শীল, রতন শীল, সঞ্জয় চন্দ্র শীলসহ দেশ ও প্রবাসী সকলের সহযোগীতায় সামাজিক কাজে বিশেষ অবদান রেখে যাচ্ছেন। উল্লেখ যে, শ্রীমদ্ভাগবত গীতাপাঠের পরে বগাডুবি গ্রামের ২৬টি শীল পরিবারকে শ্রীমদ্ভাগবত গীতা বিতরণ করা হয়।
Leave a Reply