শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শত শিশুর কণ্ঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’ ধ্বনিত হয়েছে।
সোমবার (৭ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে ৭ মার্চের সেই ঐতিহাসিক ভাষণটি শত শিশু বজ্রকণ্ঠে শোনায়।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন পরিচালনায় শত শিশুর অংশগ্রহণের মাধ্যমে ঐতিহাসিক এ ভাষণ শোনানো হয়।
উপজেলা শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে শিশুদের ঐতিহাসিক ভাষণ দেওয়ার পর মাধবপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা, পেশাজীবী, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ ফুল হাতে সাধারণ মানুষের ঢল নামে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে। পরে একে একে ফুল দিয়ে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পৌরসভার, ইউনিয়ন শাখার নেতৃবৃন্দরা।
Leave a Reply