মাধবপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দেখে হুইল চেয়ার ও খাদ্য সহায়তা পেয়েছে এক হতদরিদ্র শতবর্ষী নারী। তাৎক্ষণিক এ সহায়তা দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। উপজেলার ধর্মঘর ইউনিয়নের হতদরিদ্র রাহিয়া বেগম এতদিন দরিদ্র জীবন যাপন করেছিলেন। ১১০ বছর বয়সি এই মহিলার সহায় বলতে কিছু নেই। রোগাক্রান্ত শরীর নিয়ে কিছু করার শক্তি রাহিয়া বেগমের নেই। এ ঘটনায় ওই নারীর দুর্দশার বর্ণনা দিয়ে ২৪ এপ্রিল এলাকার বাসিন্দা জাকির হোসেন ও সালাউদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসে।
গতকাল মঙ্গলবার অসহায় রাহিয়া বেগমের বাড়িতে গিয়ে হাজির হন তিনি। হুইল চেয়ার ও খাদ্য সহায়তা দিয়ে ওনার খোঁজ খবর নেন মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।
এ সময় রাহিয়া বেগম আবেগ আপ্লুুত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন। ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বিভিন্ন স্তরের মানুষের পাশে দাড়ানোর পাশাপাশি অসহায়দের প্রতি সামাজিক মাধ্যমেও সরব থাকায় ব্যাপক প্রশংসা কুড়ান তিনি।
Leave a Reply