নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেটকারে চোরাই গরু পাওয়ায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মাগুরা চৌধুরী বাজার এলাকার মনির মিয়া (৩০) ও মৌলভীবাজার জেলা সদরের মোস্তফাপুর এলাকার আশিক ওরফে ইউসুফ (২৮)। শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম। বিকেলে এ দুই যুবককে কোর্টের প্রেরণ করেছে পুলিশ।ওসি (তদন্ত) চম্পক দাম জানান, উপজেলার উবাহাটা ইউনিয়ন পরিষদ মেম্বার সৈয়দ আলী বাদী হয়ে থানায় গরু চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর বাদী জানায়, তার গরু মাধবপুরে উদ্ধার হয়েছে। এ খবরের প্রেক্ষিতে চুনারুঘাট থানা পুলিশ শুক্রবার মধ্যরাতে মাধবপুর থানার মাধ্যমে গরুসহ দুই চোরকে থানায় নিয়ে আসে। কিন্তু উদ্ধার হওয়া গরুটি অভিযোগকারী মেম্বার সৈয়দ আলীর নয়। তিনি সঠিক প্রমাণ দেখাতে পারেননি। পরে নবীগঞ্জ উপজেলার সদরঘাটের কাজী নুরুল আমিনের গরু প্রমাণিত হওয়ায় তাকে সমজিয়ে দেয়া হয়। পুলিশের কাছে দুই যুবক জানায়, তারা গরুটি নবীগঞ্জ সদরঘাট এলাকা থেকে চুরি করে নিয়ে জনতার হাতে ধরা পড়ার পর থানায় আসে।
Leave a Reply