স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাট উপজেলায় উপজেলা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে ৫০% ভর্তুকি দিয়ে কৃষকদের মাঝে রিপার মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল রোববার (০৭ জুন) সকালে ১১টায় উপজেলায় এনামূল হক মোস্তফা শহিদ অডিটোরিয়াম মাঠে ১৬ জন কৃষকের মাঝে এই কৃষি উপকরণগুলো বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির লস্কর, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মিল্টন পাল, উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দীন সরকার, প্রেসক্লাবে সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সত্যজিৎ রায় দাশ হবিগঞ্জের খবর কে বলেন- কৃষি যান্ত্রিকীকরণে সরকারের এই উদ্যোগের অংশ হিসেবে আজ ১৬ জনের মধ্যে ২ জন মহিলা কৃষককে এই রিপার মেশিন দেয়া হলো। ভাল লাগল- এই দেখে মহিলারাও কৃষি কাজে উৎসাহিত হয়ে কাজ করে যাচ্ছে। কৃষি অফিসার হবিগঞ্জের খবর কে বলেন কৃষি ভূর্তুকি সহায়তার সর্বোচ্চ পর্যায়ের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। সামনে কৃষককে আরো বড় পরিসরে কৃষি প্রণোদনার আওতায় যন্ত্রাংশ দেওয়া হবে।
তিনি মহিলাদের কৃষি কাজে উৎসাহিত করার জন্য উদ্যোক্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Leave a Reply