নিজস্ব প্রতিনিধি ।। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযানে ২টি তক্ষকসহ তিনজনকে আটক করেছে। ২ জুন দুপুরে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোজাম্মেল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শায়েস্তাগঞ্জ অলিপুর শিল্প এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন পার্শ্ববর্তী মৌলভীবাজার জেলার সদর রাখা গ্রামের মৃত আনোয়ার খাঁনের ছেলে সুলতান খাঁন (৩৫), চাঁনপুর আব্দুল জলিলের ছেলে সাবির মিয়া (২২) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জহুরপুরের মৃত ছুরুক মিয়ার ছেলে মাসুক আহমদ (৪২)। (ওসি) মো: মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তক্ষক চক্রের মূল হোতা পালিয়ে গেছে। তবে চক্রের তিন সদস্য গ্রেফতার হয়েছে। চক্রটি জেলার নবীগঞ্জ এলাকা থেকে তক্ষক নিয়ে ঢাকায় যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের তিনজনকে গ্রেফতার করা হয়। এ চক্রের বাকী সদস্যদের ধরতে পুলিশ তৎপর আছে। এ ঘটনায় প্রতারণা ও বন্য প্রাণী আইনে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দিয়ে তক্ষকসহ আসামিদের হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয় ।
Leave a Reply