স্টাফ রিপোর্টারঃ রাব্বী হত্যা মামলার প্রধান আসামী কুখ্যাত মাদক সম্রাট কামাল গ্রেফতার হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দেশ বিদেশের অগনিত শুভাকাঙ্খী আত্বীয়স্বজন রাব্বী হত্যার সুষ্ট বিচার ও ফাঁসি দাবি করছেন। সামাজিক, সাংস্কৃতিক পরিষদ মানববন্ধন করেছে। কামালকে গ্রেফতারের মধ্য দিয়ে পুলিশ প্রশাসনও সুনামের খোরাক বাড়িয়েছেন। রাব্বীর বাবা, মায়ের মধ্যে কিছুটা স্বস্থি ফিরে এসছে। কিন্তু বিড়াল রয়েছে থলে। এটি বের করার কৌশল কি? সীমান্তে মাদক পাচারের সিন্ডিকেটে কারা জড়িত। মাদক পাচারকারীরা নাকি মারাত্মক শক্তিশালী। এদের রয়েছে ২/৩টি গাড়ি, বিলাশ বহুল বাড়ি। তাদের হাতও নাকি অনেক লম্বা। জেলা সদর থেকে ভারতের খোয়াই টাউন পর্যন্ত এদের নিয়ন্ত্রনে। এদের বিরুদ্ধে লেখতে অনেক সাংবাদিক সাহস পান না। ওই সকল মাদক পাচার বিনিয়োগ কারীদের নাম সংগ্রহে একটি অনুসন্ধানী দল ইতিমধ্যে মাঠ পর্যায়ে কাজ করছে। এদের নাম ছবি পূর্ন ঠিকানা তুলে না ধরলে রাব্বীর মতো অনেক কিশোর চুরিকাঘাতে প্রাণ হারাবে। একটি পরিবার অসহায় থেকে অসহায়েত্বের দিকে যাবে। মৃত্যুর পূর্ব পর্যন্ত ছেলে হারানোর বেদনায় চোখ দিয়ে পানি গড়াবে। এমনটি আর আমরা চাইনা। মাদক পাচারকারী, গ্রহনকারী, বিনিয়োগকারী নাম ঠিকানা ইনবক্সে পাঠিয়ে সহযোগিতা করুন।
Leave a Reply