স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌরসভায় সি.এন.জি, টমটম সহ অন্যান্য যানবাহন যত্রতত্র চলাচলে বাধা, সাধারন নাগরিকের আনাগোনা ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাস এর নেতৃত্বে চুনারুঘাট প্রেসক্লাব ও সি.এন.জি মালিক সমিতির সভাপতি কামরুল ইসলামকে প্রধান করে পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মর্তুজ সরদার সহ ফুল মিয়া খন্দকার মায়া সভাপতি মাধক বিরোধী শক্তি কেন্দ্রীয় কমিটি চুনারুঘাট, মজিদ আহমেদ, স্বেচ্চাসেবক, করোন ভাইরাস প্রতিরোধ টিম, আরিফুল ইসলাম, সাধারন সম্পাদক, মাদক বিরোধী শক্তি ২নং ইউ/পি, কে আই মামুন, সহ-সভাপতি, মাদক বিরোধী শক্তি চুনারুঘাট, শেখ গিয়াস উদ্দিন, সম্পাদক ১০ নং মিরাশী ইউ/পি, রায়হান আহমেদ ফয়েজ, সভাপতি, পৌর মাদক বিরোধী শক্তি, ৪নং ওয়ার্ড নয়ানী, হুসাইন আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক, ১০নং মিরাশী ইউ/পি, পংকজ দেব, যুগ্ম সাধারন সম্পাদক, মাদক বিরোধী শক্তি চুনারুঘাট, মোঃ তুহিন মিয়া, করোনা ভাইরাস প্রতিরোধ টিম, আশরাফুর রহমানী শহীদ, সভাপতি মাদক বিরোধী শক্তি পৌর শাখা, বাহাউদ্দিন মাহিন, ছাত্রলীগ চুনারুঘাট সরকারি কলেজ, দ্বীপ পাল, সদস্য পৌর মাদক বিরোধী শক্তি, মাসুক, মাদক বিরোধী শক্তি, হৃদয় মোদক, সহ-সভাপতি পৌর মাদক বিরোধী শক্তি, শাকিল আহমেদ, সভাপতি ১০নং মিরাশী ইউ/পি, রিপন আহমেদ, সাধারন সম্পাদক মাদক বিরোধী শক্তি, সজল সরকার, পৌর মাদক বিরোধী শক্তি নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য শুক্রবার থেকে ৩০/৩৫ জন স্বেচ্ছাসেবক দিয়ে পৌর সভার প্রত্যেকটি সি.এন.জি স্টেন্ডে ও রাস্তার মুখে শহরে যত্রতত্র সি.এন.জি, টমটম, বাস, ট্রাক সহ অন্যান্য গাড়ি প্রবেশ করা রোধ হিসেবে কাজ করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় বলেন, যারা স্বেচ্ছাসেবক হিসেবে স্বেচ্ছাা শ্রমে কাজ করবেন এদেরকে বিশেষভাবে দেখা হবে এবং পুরষ্কৃত করা হবে।
Leave a Reply